নেত্রকোনায় মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের মানববন্ধন

প্রকাশের সময় 15/07/2024

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধীদের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ সভা করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নেত্রকোনা জেলা ইউনিট ও সদর উপজেলা ইউনিট কমান্ড ও সন্তান কমান্ড।

আজ সোমবার সন্ধ্যায় নেত্রকোনা শহরের মোক্তারপাড়া প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি পালন করেছে।

এ সময় মুক্তিযোদ্ধাদের সাথে মুক্তিযুদ্ধের চেতনায় চেতনা বিশ্বাসী অন্যান্যরাও প্রতিবাদ ও প্রতিরোধ সভায় অংশ গ্রহন করে।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সাবেক কমান্ডার মোঃ নূরুল আমিন, সদর কমান্ডের সাবেক কমান্ডার আইয়ুব আলী, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নেত্রকোনার সভাপতি অধ্যাপক ওমর ফারুক, খায়রুল ইসলাম বাবুল, এডভোকেট আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিয়ে নানা ধরণের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *