
প্রকাশের সময় 13/02/2025
এ কে এম এরশাদুল হক জনি: নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলায় কাটাগাং হতে অবৈধভাবে মৎস আহরনের পায়তারা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়,জানা যায় খালিয়াজুড়ি উপজেলার জগন্নাথপুর মৌজায় ১৭০২, ১৭০৩ দাগের কাটাগাং ফিসারিটি জগন্নাথপুর গ্রুপ জলমহালের অংশ। বিগত ১৮/১২/২৪ তারিখে হাইকোর্টে রুল ডিসচার্জড হওয়ার পরিপ্রেক্ষিতে উক্ত জলমহালের লীজ বাতিল হওয়ায় বর্তমানে কোন বৈধ ইজারাদার নেই। ফলে কাটা গাং ফিসারিটির চলতি ১৪৩১ বাংলা সনের সময়ের জন্য খাস কালেকশনে লিজ প্রদানের জন্য খালিয়াজুড়ি উপজেলার আল মামুন নামের জনৈক ব্যক্তি জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। কিন্তু পূর্বে লীজ গ্রহিতা আলামিন এর স্বাক্ষর জাল করে অন্য কেউ তাহার নামে সাবলিজ দেখিয়ে বৈধ ইজারা প্রদান বিলম্বিত করে প্রশাসনকে ফাঁকি দিয়ে রাতের আধারে মাছ ধরার পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া যায়। এমনটি হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হতে বঞ্চিত হবে। উল্লেখ্য কাটাগাং জলমহলটি মাঘ মাসের ভরা পূর্ণিমায় জোয়ারের সময় মৎস্য আহরণ করা হয়ে থাকে এবং আগামী ১৫-০২-২৫ তারিখ ভরা পূর্ণিমায় শেষ হবে।