Dhaka ১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় সাম্প্রতিক বন্যায় ৫ শত ৭১ কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশের সময় 15/10/2024

 গত এক সপ্তাহের ভারি বর্ষণ ও ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় নেত্রকোনায় আনুমানিক ৫ শত ৭১ কোটি টাকা ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সারওয়ার জাহান জানান, গত এক সপ্তাহের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ভারতীয় সীমান্তবর্তী দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা, নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলার ২৭টি ইউনিয়নে ফসল ঘরবাড়ি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে।
নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান বলেন, অতি ভারি বর্ষণ ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় নেত্রকোনা জেলার ৫ উপজেলায় ২৪ হাজার ৬ শত ৬৭ হেক্টর জমির রোপা আমন এবং ১ শত ৭৭ হেক্টর জমির শাক সব্জির ব্যাপক ক্ষতি হয়েছে। যার আর্থিক ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৩ শত ১৩ কোটি টাকা।
নেত্রকোনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এল জি ই ডি) নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম জানান, নেত্রকোনা এলজিইডি’র আওতাধীন ৫ হাজার ৯ শত ৫৩ কিলোমিটার সড়কের মধ্যে ১ হাজার ৬ শত ৩৮ কিলোমিটার পিচ ঢালা সড়ক। বাকী গুলো সিসি, আরসিসি, মেকাডম, কার্পেটিং ও কাঁচা সড়ক। সাম্প্রতিক বন্যায় নেত্রকোনা ২ শত কিলোমিটার গ্রামীন সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। যার আনুমানিক আর্থিক ক্ষতির পরিমান প্রায় ২ শত ৫০ কোটি টাকা।
নেত্রকোনা জেলা সৎস্য কর্মকর্তা মোঃ শাহ্জাহান কবীর জানান, বন্যায় নেত্রকোনার ১ হাজার ৭ শত ৩০টি পুকুরের মাছ ভেসে গেছে। যার আর্থিক মূল্য আনুমানিক ৭ কোটি ৮৯ লক্ষ ৮০ হাজার টাকা।
নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, আমি সমন্বয় সভায় সব বিভাগকে সরেজমিনে গিয়ে বন্যায় প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র নিরোপনের নির্দেশ দিয়েছি। প্রকৃত চিত্র হাতে আসলে আমরা কিভাবে ক্ষতিগ্রস্থ কৃষক ও মৎস্য চাষীদের পূনর্বাসন করবো এবং ক্ষতিগ্রস্থ এলাকা   দ্রুত মেরামত করে স্বাভাবিক যানবাহন চলাচলের উপযোগী করবো তার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অর্থের বরাদ্দ চেয়ে আবেদন করা হবে। প্রয়োজনীয় বরাদ্দ পেলে দ্রুত তা বাস্তবায়ন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নেত্রকোনায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

নেত্রকোনায় সাম্প্রতিক বন্যায় ৫ শত ৭১ কোটি টাকার ক্ষয়ক্ষতি

Update Time : ০৯:২২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

প্রকাশের সময় 15/10/2024

 গত এক সপ্তাহের ভারি বর্ষণ ও ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় নেত্রকোনায় আনুমানিক ৫ শত ৭১ কোটি টাকা ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সারওয়ার জাহান জানান, গত এক সপ্তাহের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ভারতীয় সীমান্তবর্তী দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা, নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলার ২৭টি ইউনিয়নে ফসল ঘরবাড়ি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে।
নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান বলেন, অতি ভারি বর্ষণ ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় নেত্রকোনা জেলার ৫ উপজেলায় ২৪ হাজার ৬ শত ৬৭ হেক্টর জমির রোপা আমন এবং ১ শত ৭৭ হেক্টর জমির শাক সব্জির ব্যাপক ক্ষতি হয়েছে। যার আর্থিক ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৩ শত ১৩ কোটি টাকা।
নেত্রকোনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এল জি ই ডি) নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম জানান, নেত্রকোনা এলজিইডি’র আওতাধীন ৫ হাজার ৯ শত ৫৩ কিলোমিটার সড়কের মধ্যে ১ হাজার ৬ শত ৩৮ কিলোমিটার পিচ ঢালা সড়ক। বাকী গুলো সিসি, আরসিসি, মেকাডম, কার্পেটিং ও কাঁচা সড়ক। সাম্প্রতিক বন্যায় নেত্রকোনা ২ শত কিলোমিটার গ্রামীন সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। যার আনুমানিক আর্থিক ক্ষতির পরিমান প্রায় ২ শত ৫০ কোটি টাকা।
নেত্রকোনা জেলা সৎস্য কর্মকর্তা মোঃ শাহ্জাহান কবীর জানান, বন্যায় নেত্রকোনার ১ হাজার ৭ শত ৩০টি পুকুরের মাছ ভেসে গেছে। যার আর্থিক মূল্য আনুমানিক ৭ কোটি ৮৯ লক্ষ ৮০ হাজার টাকা।
নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, আমি সমন্বয় সভায় সব বিভাগকে সরেজমিনে গিয়ে বন্যায় প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র নিরোপনের নির্দেশ দিয়েছি। প্রকৃত চিত্র হাতে আসলে আমরা কিভাবে ক্ষতিগ্রস্থ কৃষক ও মৎস্য চাষীদের পূনর্বাসন করবো এবং ক্ষতিগ্রস্থ এলাকা   দ্রুত মেরামত করে স্বাভাবিক যানবাহন চলাচলের উপযোগী করবো তার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অর্থের বরাদ্দ চেয়ে আবেদন করা হবে। প্রয়োজনীয় বরাদ্দ পেলে দ্রুত তা বাস্তবায়ন করা হবে।