নেত্রকোনায় হাজী ফয়েজ উদ্দিন আকন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ঃ কক্ষে তালা


publisher প্রকাশের সময় : ১৪/০৮/২০২৪, ৩:৩৩ PM / ১১৭
নেত্রকোনায় হাজী ফয়েজ উদ্দিন আকন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ঃ কক্ষে তালা

প্রকাশের সময় 14/08/2024

 

নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের বিরামপুর হাজী ফয়েজ উদ্দিন আকন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল হক তুহিনের অপসারণের দাবীতে মানববন্ধন করে তার কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

আজ বুধবার সকাল ১১টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রধান শিক্ষক আজহারুল হক তুহিনের অপসারণের দাবীতে বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করে।

মানববন্ধন চলাকালে প্রধান শিক্ষকের নানা অনিয়ম, দুনীর্তি ও ক্ষমতার অপব্যবহারের ফিরিস্তি তুলে ধরে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ফজলু মিয়া, অভিভাবকদের পক্ষে মোঃ লুৎফুর রহমান, মোঃ মিন্টু মিয়া, শিক্ষার্থীদের পক্ষে দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ এমদাদুল হক, নবম শ্রেণির শিক্ষার্থী মোঃ মিজান মিয়াসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, প্রধান শিক্ষক আজহারুল হক তুহিন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে ব্যাপক কারচুপির মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকেই তার অনুগত একটি ক্যাডার বাহিনী গড়ে তুলেন। তিনি প্রধান শিক্ষকের পদ না ছেড়ে স্বেচ্ছাচারিতার মাধ্যমে পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি বিদ্যালয়ে নিয়মিত না আসায় এক দিকে প্রশাসনিক কার্যক্রম ব্যহত হচ্ছে অপর দিকে বিদ্যালয়ের শিক্ষার মান ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্কুলের সাধারণ শিক্ষার্থীদের বাঁধা প্রধান এবং নানা ধরণের ভয় ভীতি প্রদর্শন করে। তাই ক্ষিপ্ত শিক্ষার্থীরা ২৪ ঘন্টার মধ্যে প্রধান শিক্ষকের দ্রæত অপসারণ দাবী করেন। অন্যথায় তারা প্রধান শিক্ষককে বিদ্যালয়ে অবাঞ্চিত ঘোষনা করেন। পরে শিক্ষার্থীরা মিছিল করে গিয়ে প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেন।

ব্রেকিং নিউজ
#নেত্রকোনায় সরকারি জলমহাল হতে অবৈধভাবে মৎস আহরনের পায়তারা#লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পরুষ্কার বিতরনী ২০২৫ অনুষ্ঠিত#প্রশাসন ব্যবস্থা পরিচ্ছন ও সংস্কার করে নির্বাচন দিতে যে সময় লাগবে জামায়াত তা দিতে প্রস্তুত        —-মিয়া গোলাম পরওয়ার#নেত্রকোণার দুর্গাপুরে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল এর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প#নেত্রকোণায় দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ  অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ#তারুণ্যের উৎসব উপলক্ষে তিন দিনের বইমেলায় উদ্বুদ্ধ তরুণ প্রজন্ম#সদ্য সরকারিকৃত কেন্দুয়া ডিগ্রি কলেজঃ সকালে অধ্যক্ষ নিয়োগ আদেশ বিকেলে বাতিল#নেত্রকোনায় স্ত্রীকে শ্বাস রুদ্ধ করে  হত্যাঃ পাষন্ড স্বামী আটক#মদনে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষ#নেত্রকোনায় উদ্ধারকৃত গন্ধগোকুল বনে অবমুক্ত#নেত্রকোনার সীমান্তে ৩১ বিজিবির অভিযানঃ ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ#গৃহবধু আত্মহত্যা নাকি হত্যা দ্বিমত পিত্রালয়ের লোকজনের।#আটপাড়ায় বাস ও সিএনজির সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক  নিহত #নেত্রকোনার মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী#খালিয়াজুরী দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত#পূর্বধলায় দীর্ঘদিন পর আদালতের রায়ে জমি বুঝে পেয়েছে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ#রাহুল রাজ এর ভিন্ন ধারার ছোট গল্প- একজন ছমির মোল্ল্যা#আটপাড়া উপজেলার আওলীগের ৪০ নেতাকর্মী কারাগারে#১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপির সম্মেলন, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ#নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত