Dhaka ০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনার বন্যা পরিস্থিতির অবনতি

  • Reporter Name
  • Update Time : ১১:১৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • ১২৬ Time View

প্রকাশের সময় 08/10/2024

অতি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নেত্রকোণার উত্তর অঞ্চলের বিভিন্ন নদনদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নদী তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চল।

আজ সকালে নেত্রকোনার বেশ কিছু অঞ্চলে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭২ মিলিমিটার এবং উপজেলার প্রধান নদী উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

পানি বৃদ্ধি পাওয়ায় কলমাকান্দা উপজেলার নয়াপাড়া, মুক্তিচর, ধান মহাল, বিশরপাশা, বাউশাম, হরিপুর চকবাজার, আনন্দপুর, বরুয়াকোনা, রংছাতি পাকা সড়কের ওপর দিয়ে পানি বয়ে যাচ্ছে।

 

এছাড়াও কলমাকান্দা সদরসহ লেংঙরা, খারনৈ, রংছাতি, নাজিরপুর, কৈলাটি সহ সদর উপজেলার কেগাতী ইউনিয়নের বিভিন্ন সড়কের ওপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। এতে পানিবন্দী হয়েছে উপজেলার হাজারো মানুষ। তলিয়ে গেছে শতাধিক পুকুর, আউশ, রোপা ও আমন ধানসহ বিভিন্ন ফসলের বীজতলা।

 

অতি বর্ষণের কারণে সীমান্তবর্তী সোমেশ্বরী নদী, উব্দাখালী নদীসহ গনেশ্বরী, মঙ্গলেশ্বরী, মহাদেব নদ, মহেষখলা নদী ও পাঁচগাও ছড়ায় পাহাড়ি ঢলের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কলমাকান্দা সদরের সঙ্গে চারটি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা।

অন্যদিকে দুর্গাপুর উপজেলার কাকেরগড়া, গাওকান্দিয়া, ইউনিয়নের সহ কলমকান্দার মুক্তিচর, নয়াপাড়া, ড্রেইনপাড়, চাঁনপুর, চান্দুয়াইল, সাউদপাড়া, শালজান, গুছাকুলিয়া, খাসপাড়া, চিনাহালা, নয়ানগর, নাগিনী চাকুমপাড়া, বিশরপাশা, খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা, রুদ্রনগর রামভদ্রপুর, রংছাতি ইউনিয়নের রামনাথপুর, বিশাউতি, রায়পুর, কৃষ্টপুর বরকান্দা, জঙ্গলবাড়িসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

নেত্রকোনায় পূর্ব বিরোধে হামলা,আহত ৪

নেত্রকোনার বন্যা পরিস্থিতির অবনতি

Update Time : ১১:১৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

প্রকাশের সময় 08/10/2024

অতি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নেত্রকোণার উত্তর অঞ্চলের বিভিন্ন নদনদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নদী তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চল।

আজ সকালে নেত্রকোনার বেশ কিছু অঞ্চলে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭২ মিলিমিটার এবং উপজেলার প্রধান নদী উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

পানি বৃদ্ধি পাওয়ায় কলমাকান্দা উপজেলার নয়াপাড়া, মুক্তিচর, ধান মহাল, বিশরপাশা, বাউশাম, হরিপুর চকবাজার, আনন্দপুর, বরুয়াকোনা, রংছাতি পাকা সড়কের ওপর দিয়ে পানি বয়ে যাচ্ছে।

 

এছাড়াও কলমাকান্দা সদরসহ লেংঙরা, খারনৈ, রংছাতি, নাজিরপুর, কৈলাটি সহ সদর উপজেলার কেগাতী ইউনিয়নের বিভিন্ন সড়কের ওপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। এতে পানিবন্দী হয়েছে উপজেলার হাজারো মানুষ। তলিয়ে গেছে শতাধিক পুকুর, আউশ, রোপা ও আমন ধানসহ বিভিন্ন ফসলের বীজতলা।

 

অতি বর্ষণের কারণে সীমান্তবর্তী সোমেশ্বরী নদী, উব্দাখালী নদীসহ গনেশ্বরী, মঙ্গলেশ্বরী, মহাদেব নদ, মহেষখলা নদী ও পাঁচগাও ছড়ায় পাহাড়ি ঢলের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কলমাকান্দা সদরের সঙ্গে চারটি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা।

অন্যদিকে দুর্গাপুর উপজেলার কাকেরগড়া, গাওকান্দিয়া, ইউনিয়নের সহ কলমকান্দার মুক্তিচর, নয়াপাড়া, ড্রেইনপাড়, চাঁনপুর, চান্দুয়াইল, সাউদপাড়া, শালজান, গুছাকুলিয়া, খাসপাড়া, চিনাহালা, নয়ানগর, নাগিনী চাকুমপাড়া, বিশরপাশা, খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা, রুদ্রনগর রামভদ্রপুর, রংছাতি ইউনিয়নের রামনাথপুর, বিশাউতি, রায়পুর, কৃষ্টপুর বরকান্দা, জঙ্গলবাড়িসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি রয়েছে।