নেত্রকোনার বিজয়পুর সীমান্তে বিজিবি’র কাছে বাংলাদেশীর মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ


publisher প্রকাশের সময় : ২৬/১০/২০২৪, ১০:৩৩ PM / ৭৫
নেত্রকোনার বিজয়পুর সীমান্তে বিজিবি’র কাছে বাংলাদেশীর মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ

প্রকাশের সময় 26/10/2024

ভারতের অভ্যন্তরে মৃত্যুবরণ করা বাংলাদেশের রিজাউল করিমের মরদেহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শনিবার বেলা ১টার দিকে ৩১ বিজিবি ও পুলিশের কাছে হস্তান্তর করেছে।
নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম কামরুজ্জামান সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৪ অক্টোবর সন্ধ্যায় নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) আওতাধীন ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া বিওপি’র দীগলবাঘ সীমান্ত দিয়ে ৭জন বাংলাদেশী ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। এ সময় ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের দমদমা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে ৬ জন পালাতে সক্ষম হলেও ১জন কালভার্টের পানিতে পড়ে তলিয়ে যায়। বিএসএফ সদস্যরা তৎক্ষনাৎ তাকে কালভার্চের নীচ থেকে উদ্ধার করে স্থানীয় প্রাইমারি হেল্থ কেয়ার সেন্টারে ভর্তি করে এবং সেখানে গত ২৪ অক্টোবরেই সে মৃত্যুবরণ করে। ভারতে মৃত ব্যক্তির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বি এস এফ এর দাবী, পলাতে গিয়ে উক্ত ব্যাক্তি কালভার্ট হতে পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে অচেতন অবস্থায় পানিতে পড়ে মারা গেছেন।
পরবর্তীতে মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত হয়। তিনি শেরপুর জেলার সদর উপজেলার আলিনা পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোঃ রিজাউল করিম।
এ ব্যাপারে বিজিবি ভারতীয় বি এস এফ এর সাথে যোগাযোগ করলে বি এস এফ আজ ২৬ অক্টোবর বেলা ১টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) বিজয়পুর বাগমারা সীমান্ত এলাকায় পুলিশ ও মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের উপস্থিতিতে মরদেহটি বিজিবি’র কাছে হস্তান্তর করে।
বিজিবি’র কমান্ডার জানান, মরদেহটি বাংলাদেশে পূনরায় ময়না তদন্ত করার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ব্রেকিং নিউজ
#লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পরুষ্কার বিতরনী ২০২৫ অনুষ্ঠিত#প্রশাসন ব্যবস্থা পরিচ্ছন ও সংস্কার করে নির্বাচন দিতে যে সময় লাগবে জামায়াত তা দিতে প্রস্তুত        —-মিয়া গোলাম পরওয়ার#নেত্রকোণার দুর্গাপুরে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল এর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প#নেত্রকোণায় দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ  অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ#তারুণ্যের উৎসব উপলক্ষে তিন দিনের বইমেলায় উদ্বুদ্ধ তরুণ প্রজন্ম#সদ্য সরকারিকৃত কেন্দুয়া ডিগ্রি কলেজঃ সকালে অধ্যক্ষ নিয়োগ আদেশ বিকেলে বাতিল#নেত্রকোনায় স্ত্রীকে শ্বাস রুদ্ধ করে  হত্যাঃ পাষন্ড স্বামী আটক#মদনে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষ#নেত্রকোনায় উদ্ধারকৃত গন্ধগোকুল বনে অবমুক্ত#নেত্রকোনার সীমান্তে ৩১ বিজিবির অভিযানঃ ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ#গৃহবধু আত্মহত্যা নাকি হত্যা দ্বিমত পিত্রালয়ের লোকজনের।#আটপাড়ায় বাস ও সিএনজির সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক  নিহত #নেত্রকোনার মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী#খালিয়াজুরী দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত#পূর্বধলায় দীর্ঘদিন পর আদালতের রায়ে জমি বুঝে পেয়েছে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ#রাহুল রাজ এর ভিন্ন ধারার ছোট গল্প- একজন ছমির মোল্ল্যা#আটপাড়া উপজেলার আওলীগের ৪০ নেতাকর্মী কারাগারে#১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপির সম্মেলন, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ#নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত #নেত্রকোনায় লিমা হত্যাকাকারীদের ফাঁসির দাবীতে মানব বন্ধন