
প্রকাশের সময় 15/05/2025
(একে এম এরশাদুল হক জনি)
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। জেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি হলেন অনিক মাহবুব চৌধুরী এবং সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম।
বৃহস্পতিবার (১৫ মে) বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তাদের যৌথ স্বাক্ষরিত এক পত্রে নেত্রকোনা জেলা ছাত্রদলের নয় সদস্য বিশিষ্ট নতুন কমিটি তথ্য জানা গেছে।
নেত্রকোনা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি অনিক মাহবুব চৌধুরী এর সত্যতা নিশ্চিত করেছেন।
নয় সদস্য বিশিষ্ট ছাত্রদলের নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম জিপু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোকশেদুল আলম রাজীব, যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত বাবু ও আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান দোলন, প্রচার সম্পাদক (যুগ্ম-সম্পাদকের পদ মর্যাদা) আশরাফুল ইসলাম খান পাঠান প্রান্ত।
নবগঠিত নয় সদস্য বিশিষ্ট নতুন কমিটির সদস্যবৃন্দকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
Reporter Name 









