
প্রকাশের সময় 29/05/2025
পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আশা মনি (১৩) নামে এক মাদরাসা পড়ূয়া ছাত্রীর করুণ মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ বুধবার (২৮ মে) বেলা ২টার দিকে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বাউসাম গ্রামে।
মৃত আশা মনি বাউসাম গ্রামের মঞ্জুরুল হকের মেয়ে। সে স্থানীয় একটি মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিল।
মৃতের পরিবারের বরাত দিয়ে খারনৈ ইউপি চেয়ারম্যান মোঃ ওবায়দুল হক জানান, আশা মনি দুপুরের দিকে মাদরাসা থেকে বাড়ীতে ফেরার পর আশপাশের কয়েক জন শিশু কিশোরের সঙ্গে বাড়ীর পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে সকল শিশু কিশোর পুকুর পাড়ে উঠে আসলেও আশা মনিকে দেখতে না পেয়ে শিশু কিশোররা চিৎকার শুরু করে।
পরে পরিবার ও স্থানীয় লোকজন পুকুরের পানিতে তল্লাশি চালিয়ে আশংকা জনক অবস্থার আশা মনিকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহরাব হোসাইন লিংকন বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই কিশোরী আশা মনির মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি (তদন্ত) মোঃ লুৎফর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে প্রাথমিক তদন্ত শেষে সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিকালে কিশোরীর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।