মদনে ৫ ইউপি চেয়ারম্যান পলাতক নাগরিক সেবা ব্যাহত


publisher প্রকাশের সময় : ০৯/১০/২০২৪, ৫:৪৮ PM / ৬৭
মদনে ৫ ইউপি চেয়ারম্যান পলাতক নাগরিক সেবা ব্যাহত

প্রকাশের সময় 09/10/2024

 

নেত্রকোনা মদনে সারাদেশে ছাত্র বৈষম্য আন্দোলনের মুখে (৫ আগস্ট) স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর আত্মগোপনে চলে যান মদন উপজেলার ৫ ইউপি চেয়ারম্যান।

কার্যালয় ছাড়ার প্রায় দুই মাস পেরিয়ে গেলেও তাদের অনেকেই এখনও কার্যালয়ে ফেরেননি। ফলে চরম দুর্ভোগে পড়েছেন ইউনিয়ন পরিষদের সেবা প্রার্থীরা। পাঁচ চেয়ারম্যান অনুপস্থিত ইউনিয়ন পরিষদ রয়েছে শূন্য।

খোঁজ নিয়ে জানা গেছে, মদন উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে কাইটাল, মদন, নায়েকপুর, মাঘান, গোবিন্দশ্রী এ ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের সমর্থিত।

তবে, নায়েকপুর ইউনিয়নের চেয়ারম্যান সাসপেন্ড থাকায় গত এক বছরের বেশি সময় ধরে তার দায়িত্ব পালন করছেন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি প্যানেল চেয়ারম্যান মোঃ হাদিস মিয়া। সেও পলাতক রয়েছে।

চেয়ারম্যান গন আওয়ামী লীগ সমর্থিত হওয়ায় হাসিনা সরকারের পদত্যাগের পর থেকেই গা-ঢাকা দেন ৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এ ছাড়া ৫টি ইউনিয়নেরই অনেক ইউপি সদস্যও রয়েছেন আত্মগোপনে। সেইসঙ্গে বন্ধ রয়েছে অনেকের মোবাইল ফোন।

জনপ্রতিনিধিরা পরিষদে না থাকায় ব্যাহত হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া বিভিন্ন সনদ ও জন্ম-মৃত্যু নিবন্ধনের মতো নাগরিক সেবা কার্যক্রম। সেবা নিতে আসা সাধারণ জনগণ পড়েছেন চরম বিপাকে।

এসব ইউনিয়ন পরিষদের একাধিক সেবা প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, পরিষদে চেয়ারম্যান না থাকায় তারা দুর্ভোগে পড়েছেন। চেয়ারম্যান উপস্থিত থাকলে বেশিরভাগ সেবা তৎক্ষণাৎ পাওয়া যেত। চেয়্যারম্যান অনুপস্থিত থাকায় তার সঙ্গে যোগাযোগ করে তিনি যেখানে বলছেন সেখানে যেতে হচ্ছে । এতে ভোগান্তি যেমন বেড়েছে, সেইসঙ্গে খরচ হচ্ছে বাড়তি অর্থ ও সময়।

উপজেলার কাইটাইল ইউনিয়নের বাশরী গ্রামের বাসিন্দা রহমত মিয়া জানান, মৃত্যুনিবন্ধনের জন্য ইউপি কার্যালয়ে যান তিনি। পরিষদ থেকে অনলাইনে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করলেও চেয়ারম্যানের স্বাক্ষর প্রয়োজন। চেয়ারম্যান কার্যালয়ে না থাকায় তার স্বাক্ষর নেওয়া সম্ভব হয়নি। জনদুর্ভোগ নিরসনের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

অনুপস্থিতির বিষয়ে ইউপি চেয়ারম্যানদের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে কল করে তাদের মোবাইলের সংযোগ বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মাঘান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম মাসুদ নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়ন পরিষদে না গিয়ে মদন পৌর সদরে তার ব্যক্তিগত চেম্বারে বসেই করছেন চেয়ারম্যানী। এতে ওই ইউনিয়নের নাগরিকদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। ৫ আগস্টের পর থেকে তিনি ও আত্মগোপনে রয়েছেন। এরপর থেকেই চেয়ারম্যান শূন্য অবস্থাতেই চলছে এই ইউপি কার্যালয় ।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া বলেন, পাঁচ ইউনিয়নের চেয়ারম্যানের অনুপস্থিতির বিষয়ে ইউপি সচিবগণ চেয়ারম্যানদের অনুপস্থিত দেখিয়ে আমার কাছে তথ্য প্রেরণ করেছে। এবং উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও আইন শৃঙ্খলা সভার উপস্থিতির আলোকে তথ্য প্রেরণ করা হয়েছে।সেই মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্রেকিং নিউজ
#নেত্রকোণায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা #নেত্রকোণা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ #আটপাড়ায় পিঠা উৎসব: তারুণ্যের উচ্ছ্বাসে মাতোয়ারা শিক্ষার্থীরা#নেত্রকোনায় ডিএনসি’র অভিযানঃ ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক#নেত্রকোণায় আঃ লীগ নেতা লক্ষীগঞ্জ ইউপি চেয়ারম্যান তুহিন গ্রেফতার #কবি ও প্রকৌশলী মোহাম্মদ শাহ্জাহান এর খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড প্রপ্তি।#শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলো গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম #নেত্রকোণায় ৪৬তম জাতীয়  বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু #ক্লীন ইমেজের নেতা কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁঞা#আটপাড়ায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন আই এফ আই সি ব্যাংক#নেত্রকোণায় নবাগত ইউএনওকে পূজা উদযাপন পরিষদের ফুলেল শুভেচ্ছা#আটপাড়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন#নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু#কেন্দুয়ার একজন মানবিক নেতা জসীম উদ্দীন আহম্মেদ খোকন।#নেত্রকোনায় স্বেচ্ছাশ্রমে নির্মিত সড়ক পরিদর্শনে ইউএনও#নগর নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন#নেত্রকোনা জেলা পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন  সৈয়দ জাহেদুল আলম সভাপতি  হুমায়ুন রশিদ খান পাঠান রুমেন সম্পাদক #গৌরীপুরে ইতিহাস বিখ্যাত “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৩” ঘোষণা: পুরস্কৃত হলেন দেশের বিভিন্ন জেলার ৭ জন গুণী ব্যক্তি#শতাধিক শীতার্তদের মাঝে পৌর বিএনপি নেতা শামীম খান ও আ: সালামের কম্বল বিতরণ#নেত্রকোণায় শওকত হোসেন তালুকদার স্মৃতি টি-সিক্স নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন