
প্রকাশের সময় 27/05/2025
নেত্রকোনার মোহনগঞ্জে পরিত্যক্ত একটি ভবনের কক্ষ থেকে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ বলছে, হত্যার পর দুর্বৃত্তরা তার লাশ ফেলে রেখে যায়। মঙ্গলবার সকালে উপজেলার আদর্শনগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। অটোরিকশা চালক মো: ইদু মিয়া উপজেলার হাটনাইয়া কামারগাঁও গ্রামের মৃত আনজুবালি মিয়ার ছেলে। তিনি নানার বাড়ি আদর্শনগর শিবির এলাকায় বসবাস করতেন।
মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম নিহতের পরিবারের বরাতে জানান, সোমবার রাতে ইদু মিয়া তার ছোট ভাই ইয়াসিনের সঙ্গে ঘুমাতে যান। রাতের এক পর্যায়ে ইদু মিয়ার মোবাইল ফোনে একটি কল আসে। ফোনে কেউ তাকে বলে, তার টাকা নিয়ে বাইরে যেতে। পরে ইদু মিয়া ঘর থেকে বের হয়ে যান এবং আর ফিরে আসেননি। আজ সকালে তার ছোট ভাই ঘুম থেকে উঠে ইদু মিয়াকে ঘরে দেখতে পাননি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা শিবির এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত একটি কক্ষে ইদুর গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তের বরাতে ওসি বলেন, লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। কি কারণে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে তা আমরা খতিয়ে দেখছি।
জাহাঙ্গীর আলম 










