
প্রকাশের সময় 06/10/2025
বৃষ্টি চলাকালে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আওয়াল হোসেন (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছেন।
ঘটনাটি ঘটেছে আজ সোমবার (৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামে।
মৃত আওয়াল হোসেন জয়পুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর পুত্র।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে বৃষ্টিপাত শুরু হলে আওয়াল বাড়ীর সামনের মাঠ থেকে গরু আনতে যায়। হঠাৎ একটি বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যপারে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবর পাওয়ার পর মৃতের লাশ দাপন কাপনের জন্য সরকারের পক্ষ থেকে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মৃতের পরিবারের কাছে তিন প্যাকেট শুকনো খাবার ও নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এ কে এম আব্দুল্লাহ 









