
প্রকাশের সময় 04/03/2025
(মোঃ সোহেল মিয়া)
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ডিসিএস বিল্ডার্স নামে একটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে ভাটাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। একই সাথে ওই ইটভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার বিকেলে জেলা পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় উপজেলা প্রশাসন ওই ইটভটায় অভিযান চালিয়ে এ জরিমানা করে।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মতিন, মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য ও থানার একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ উপজেলার সামাইকোনা এলাকায় কংস নদীর তীরে ডিসিএস বিল্ডার্স নামে একটি ইটভাটা রয়েছে। ভাটাটির মালিক পৌরশহরের বিপ্লব কুমার রায়। ইটভাটাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল। সোমবার বিকেলে জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন অভিযান চালায়। অভিযানে ইটভাটা ধ্বংস করার পাশাপাশি মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, অবৈধভাবে চলছিল ইটভাটাটি। অভিযানে ভাটার চিমনি, কাঁচা-পোড়া ইট ধ্বংস করা হয় এবং ভাটার কার্যক্রম বন্ধ করা হয়। পাশাপাশি ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।