
প্রকাশের সময় 19/06/2025
নেত্রকোনা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় ও নেত্রকোণা জেলা বিএনপি’র তত্ত্বাবধানে মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়ন বিএনপি’র সভাপতি পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সদ্য প্রয়াত সাবেক সভাপতি জনাব মোহাম্মদ আলী আবুচান সাহেবের মৃত্যুজনিত শূন্য পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপনির্বাচনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ৪৫৯ জন কাউন্সিলরের ভোটে সভাপতি পদে ছাতা প্রতীকে ১৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোহাম্মদ কামাল উদ্দিন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এনামুল লতিফ বাদশা (আনারস প্রতীক), যিনি পেয়েছেন ১৩৩ ভোট। তৃতীয় অবস্থানে ছিলেন মোঃ এনামুল হক স্বপন (চেয়ার প্রতীক) – তার প্রাপ্ত ভোট ১২৭। আর সর্বনিম্ন ৬ ভোট পেয়েছেন মোঃ ইজাজুল হক লিটন।
নির্বাচন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়। সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হয় জেলা বিএনপি’র প্রতিনিধিদের উপস্থিতিতে।
বিজয়ী মোহাম্মদ কামাল উদ্দিন নির্বাচন পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “এই বিজয় সমাজ সহিলদেও ইউনিয়ন বিএনপি’র সকল নেতাকর্মীর বিজয়। আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলকে আরও শক্তিশালী করবো ইনশাআল্লাহ।”
দলীয় নেতাকর্মীরা মনে করছেন, এই নির্বাচনের মাধ্যমে স্থানীয় বিএনপি’র কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।