নেত্রকোনার কারাগারে আসামীর মৃত্যু


publisher প্রকাশের সময় : ১৫/০৯/২০২৪, ১০:৩৩ PM / ৫৯
নেত্রকোনার কারাগারে আসামীর মৃত্যু

প্রকাশের সময় 15/09/2024

ছয় বছর ধরে কারাবাসে থাকা আসামী আলী আহমেদ খান শিপন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শিপন (৩৮) নেত্রকোনা পৌর শহরের কাটলী এলাকার মরতুজ আলীর ছেলে।

শুক্রবার(১৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২ টার কারাগার থেকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিপনের স্বজনেরা জানান, গত ২০১৮ সালে মাদক বিরোধী অভিযানে এলাকার কিছু প্রভাবশালী মাদক ব্যবসায়ীরা মাদকসহ শিপনকে ফাসিয়ে দেয়। সেই থেকে কারাগারেই ছিলেন শিপন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা তাসমিয়া হোসেন অনন্যা জানান, শিপন মিয়াকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনার সময়েই তিনি মারা যান। প্রাথমিকভাবে মনে হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

কারাগার থেকে শিপন মিয়াকে হাসপাতালে আনার সময় সাথে থাকা কারা পুলিশের সদস্য শাহিনুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার বিকাল থেকে বুকে ব্যাথা অনুভব করেন শিপন। পরে তাকে কারা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছিল। আজ সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। সাথে সাথে উন্নত চিকিৎসার জন্যে সদর হাসাপাতালে নিয়ে যাই। সেখানে তিনি মারা যান।

নিহতের ভাই মনোয়ারুল হক সাবুল বলেন, একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে এতোদিন হাজতেই ছিল। এই মাসের ২২ তারিখ তার জেল থেকে ছাড়া পাওয়ার কথা ছিলো, স্ট্রোক করে মারা যাওয়ার খবরে হাসপাতালে যাই।

ব্রেকিং নিউজ
#লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পরুষ্কার বিতরনী ২০২৫ অনুষ্ঠিত#প্রশাসন ব্যবস্থা পরিচ্ছন ও সংস্কার করে নির্বাচন দিতে যে সময় লাগবে জামায়াত তা দিতে প্রস্তুত        —-মিয়া গোলাম পরওয়ার#নেত্রকোণার দুর্গাপুরে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল এর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প#নেত্রকোণায় দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ  অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ#তারুণ্যের উৎসব উপলক্ষে তিন দিনের বইমেলায় উদ্বুদ্ধ তরুণ প্রজন্ম#সদ্য সরকারিকৃত কেন্দুয়া ডিগ্রি কলেজঃ সকালে অধ্যক্ষ নিয়োগ আদেশ বিকেলে বাতিল#নেত্রকোনায় স্ত্রীকে শ্বাস রুদ্ধ করে  হত্যাঃ পাষন্ড স্বামী আটক#মদনে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষ#নেত্রকোনায় উদ্ধারকৃত গন্ধগোকুল বনে অবমুক্ত#নেত্রকোনার সীমান্তে ৩১ বিজিবির অভিযানঃ ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ#গৃহবধু আত্মহত্যা নাকি হত্যা দ্বিমত পিত্রালয়ের লোকজনের।#আটপাড়ায় বাস ও সিএনজির সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক  নিহত #নেত্রকোনার মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী#খালিয়াজুরী দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত#পূর্বধলায় দীর্ঘদিন পর আদালতের রায়ে জমি বুঝে পেয়েছে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ#রাহুল রাজ এর ভিন্ন ধারার ছোট গল্প- একজন ছমির মোল্ল্যা#আটপাড়া উপজেলার আওলীগের ৪০ নেতাকর্মী কারাগারে#১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপির সম্মেলন, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ#নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত #নেত্রকোনায় লিমা হত্যাকাকারীদের ফাঁসির দাবীতে মানব বন্ধন