১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপির সম্মেলন, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ


publisher প্রকাশের সময় : ২৭/০১/২০২৫, ৬:৫৭ PM / Views
১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপির সম্মেলন, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ

প্রকাশের সময় 27/01/2025

(মোঃ সোহেল মিয়া)

 

দীর্ঘ ১১ বছর পর ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নেত্রকোনার হাওর এলাকা খালিয়াজুরী উপজেলা বিএনপি বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ। ভোটাররা বলছেন, সৎ, আদর্শবান ও ত্যাগী নেতাদেরকেই সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করবেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৪ সালে খালিয়াজুরী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ ১১ বছর কোনো সম্মেলন করতে পারেনি দলটি। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সক্রিয় হয়ে উঠেন তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। এ অবস্থায় ২৮ জানুয়ারি খালিয়াজুরী কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা বিএনপির এ সম্মেলন। সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।

খালিয়াজুরী উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে উপজেলার ৬টি ইউনিয়নের ৪২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সভাপতি পদে দুজন এবং সাধারণ সম্পাদক পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বিন্দ্বতা করছেন। সভাপতি প্রার্থী দুজন হলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন (আনারস) এবং কৃষ্ণপুর ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল আবুল কালাম আজাদ (ছাতা)। সাধারণ সম্পাদক পদে ৭ জন প্রার্থী হলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইদ্রিস আলী মোল্লা (মাছ), মোহাম্মদ মাহবুবুর রহমান কেষ্ট, (মই), তরিকুজ্জামান তরু (ফুটবল), আসিফুজ্জামান চৌধুরী উজ্জ্বল, (মোরগ), নাজমুল হক আরিফ (তালা ), মোহাম্মদ শাহিনুর রহমান শাহীন, (চশমা) এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফুল মিয়া (মাইক) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে সাধারণ সম্পাদক প্রার্থীদের মধ্যে ফুল মিয়া (মাইক) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।

 

ভোটাররা জানান, সৎ, আদর্শবান ও ত্যাগী নেতাদেরকেই তারা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করতে চান। যারা তৃণমূলের সাধারণ নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকবেন সব সময়।

 

এদিকে জয়ের ব্যাপারে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা সবাই আশাবাদ ব্যক্ত করেন।

ব্রেকিং নিউজ
#নেত্রকোনায় সরকারি জলমহাল হতে অবৈধভাবে মৎস আহরনের পায়তারা#লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পরুষ্কার বিতরনী ২০২৫ অনুষ্ঠিত#প্রশাসন ব্যবস্থা পরিচ্ছন ও সংস্কার করে নির্বাচন দিতে যে সময় লাগবে জামায়াত তা দিতে প্রস্তুত        —-মিয়া গোলাম পরওয়ার#নেত্রকোণার দুর্গাপুরে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল এর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প#নেত্রকোণায় দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ  অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ#তারুণ্যের উৎসব উপলক্ষে তিন দিনের বইমেলায় উদ্বুদ্ধ তরুণ প্রজন্ম#সদ্য সরকারিকৃত কেন্দুয়া ডিগ্রি কলেজঃ সকালে অধ্যক্ষ নিয়োগ আদেশ বিকেলে বাতিল#নেত্রকোনায় স্ত্রীকে শ্বাস রুদ্ধ করে  হত্যাঃ পাষন্ড স্বামী আটক#মদনে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষ#নেত্রকোনায় উদ্ধারকৃত গন্ধগোকুল বনে অবমুক্ত#নেত্রকোনার সীমান্তে ৩১ বিজিবির অভিযানঃ ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ#গৃহবধু আত্মহত্যা নাকি হত্যা দ্বিমত পিত্রালয়ের লোকজনের।#আটপাড়ায় বাস ও সিএনজির সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক  নিহত #নেত্রকোনার মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী#খালিয়াজুরী দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত#পূর্বধলায় দীর্ঘদিন পর আদালতের রায়ে জমি বুঝে পেয়েছে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ#রাহুল রাজ এর ভিন্ন ধারার ছোট গল্প- একজন ছমির মোল্ল্যা#আটপাড়া উপজেলার আওলীগের ৪০ নেতাকর্মী কারাগারে#১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপির সম্মেলন, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ#নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত