১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপির সম্মেলন, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ


publisher প্রকাশের সময় : ২৭/০১/২০২৫, ৬:৫৭ PM / Views
১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপির সম্মেলন, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ

প্রকাশের সময় 27/01/2025

(মোঃ সোহেল মিয়া)

 

দীর্ঘ ১১ বছর পর ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নেত্রকোনার হাওর এলাকা খালিয়াজুরী উপজেলা বিএনপি বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ। ভোটাররা বলছেন, সৎ, আদর্শবান ও ত্যাগী নেতাদেরকেই সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করবেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৪ সালে খালিয়াজুরী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ ১১ বছর কোনো সম্মেলন করতে পারেনি দলটি। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সক্রিয় হয়ে উঠেন তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। এ অবস্থায় ২৮ জানুয়ারি খালিয়াজুরী কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা বিএনপির এ সম্মেলন। সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।

খালিয়াজুরী উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে উপজেলার ৬টি ইউনিয়নের ৪২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সভাপতি পদে দুজন এবং সাধারণ সম্পাদক পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বিন্দ্বতা করছেন। সভাপতি প্রার্থী দুজন হলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন (আনারস) এবং কৃষ্ণপুর ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল আবুল কালাম আজাদ (ছাতা)। সাধারণ সম্পাদক পদে ৭ জন প্রার্থী হলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইদ্রিস আলী মোল্লা (মাছ), মোহাম্মদ মাহবুবুর রহমান কেষ্ট, (মই), তরিকুজ্জামান তরু (ফুটবল), আসিফুজ্জামান চৌধুরী উজ্জ্বল, (মোরগ), নাজমুল হক আরিফ (তালা ), মোহাম্মদ শাহিনুর রহমান শাহীন, (চশমা) এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফুল মিয়া (মাইক) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে সাধারণ সম্পাদক প্রার্থীদের মধ্যে ফুল মিয়া (মাইক) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।

 

ভোটাররা জানান, সৎ, আদর্শবান ও ত্যাগী নেতাদেরকেই তারা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করতে চান। যারা তৃণমূলের সাধারণ নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকবেন সব সময়।

 

এদিকে জয়ের ব্যাপারে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা সবাই আশাবাদ ব্যক্ত করেন।

ব্রেকিং নিউজ
#বাংলা বাজারে ইজারাদারকে টোল আদায়ে বাধাঁ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন#নেত্রকোণায় অপেন হাউজ ডে পালিত#খালিয়াজুরী রসুলপুর গ্রামবাসী পলোবাইছ কারীদের সংঘর্ষে নিখোঁজের ৩ জনের লাশ উদ্ধার #নারীর প্রতি সহিংসতা নিপীড়ন ধর্ষণের প্রতিবাদে নেত্রকোনা সরকারি  কলেজ ছাত্রদলের মানববন্ধন #মদনে আন্তর্জাতিক নারী দিবস পালিত#নেত্রকোণায় “পাথর চাপা ও মুক্তির ছোঁয়া” কাব্য গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন#নেত্রকোণায় মিথ্যা মামলা দিয়ে নিরীহ কৃষকদের হয়রানির প্রতিবাদে এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবীতে মানববন্ধন #মদনে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন।#নেত্রকোনায় ভ্রাম্যমাণ ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন #নেত্রকোণায় ইট ভাটা মালিক- শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি#নেত্রকোনায় অবৈধ ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা#মদন পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস#নেত্রকোনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান #নেত্রকোনায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার #নেত্রকোনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত #২৯ বছর পর জামায়াত প্রার্থীর প্রচারণা। #ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নেত্রকোনায় জেলা ত্রান ও পুনর্বাসন অফিসে উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল #নেত্রকোণা কুনিয়া ফজরেন্নেছা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত#খুনী হাসনাকে দেশে ফিরিয়ে এনে বাংলার মাটিতেই তার বিচার করা হবে  —-সৈয়দ এমরান সালেহ প্রিন্স#নেত্রকোনায় সরকারি জলমহাল হতে অবৈধভাবে মৎস আহরনের পায়তারা